আমরা যা করি
- নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী ও পর্যালোচনা
• বছরে ৩-৪টি থিমভিত্তিক চলচ্চিত্র উৎসব
• চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা ও বক্তৃতা
• ভাবনা ও দর্শনভিত্তিক সিনেমা নিয়ে মুক্ত আলোচনা
• তরুণদের চলচ্চিত্র উদ্যোগে উৎসাহ প্রদান
সদস্যতা
চলচ্চিত্রে আগ্রহী যে কেউ ঢাকা ফিল্ম সোসাইটির সদস্য হতে পারেন। সদস্য হতে নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হয়, যা আমাদের কার্যক্রম পরিচালনায় সহায়তা করে। সদস্যরা বিশেষ প্রদর্শনী, উৎসব ও কর্মশালায় অগ্রাধিকার পান।
আমাদের দর্শন
আমরা বিশ্বাস করি চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি চিন্তা, প্রতিবাদ, অনুভব ও পরিবর্তনের হাতিয়ার। আমাদের লক্ষ্য হলো একটি মুক্ত, সমালোচনামূলক এবং শৈল্পিক চলচ্চিত্র সংস্কৃতি গড়ে তোলা।